মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ - ২৩:৫৪
আধ্যাত্মিকতা দেশে প্রভাব বিস্তার করেছে / ইতিকাফ— সমাজের আধ্যাত্মিক পুঁজি ও আশার উৎস

ইরানের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি বলেছেন, বর্তমানে দেশটিতে আধ্যাত্মিকতা স্পষ্টভাবে প্রভাব বিস্তার করেছে। ইতিকাফকারীদের সংখ্যা বৃদ্ধি এবং ইতিকাফ আয়োজক মসজিদের বিস্তৃতি সমাজে দ্বীন ও ধর্মীয় মূল্যবোধের অগ্রগতির সুস্পষ্ট প্রমাণ।

হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় ইতিকাফ কমিটির প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন তাকিয়াই এবং কমিটির কয়েকজন সদস্যের সঙ্গে সাক্ষাতে আয়াতুল্লাহ মাকারেম শিরাজি চলতি বছরে ইতিকাফ অনুষ্ঠানের গুণগত ও পরিমাণগত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি একে একটি বড় সুসংবাদ এবং দেশের জন্য আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন।

তিনি এ প্রসঙ্গে জোর দিয়ে বলেন, ইতিকাফ আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক পুঁজি। বিশেষ করে যুবসমাজের মধ্যে এ ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে—আলহামদুলিল্লাহ—দেশে আধ্যাত্মিকতা ক্রমেই শক্তিশালী হচ্ছে।

ইতিকাফকারীদের সংখ্যা বৃদ্ধি এবং ইতিকাফ আয়োজক মসজিদের সংখ্যা বৃদ্ধি সমাজে দ্বীন ও ধর্মীয় চেতনার বিকাশের সুস্পষ্ট নিদর্শন।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজি ইতিকাফ স্টাফের দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, ইতিকাফের আধ্যাত্মিক পরিবেশ অবশ্যই সংরক্ষণ করতে হবে এবং কর্মসূচিগুলো যেন সুপরিকল্পিত, ফলপ্রসূ ও সফল হয়। তিনি আরও বলেন, এতে কোনো সন্দেহ নেই যে ভবিষ্যতে এই ইবাদত দেশের সার্বিক সামাজিক, নৈতিক ও সাংস্কৃতিক পরিবেশে গভীর প্রভাব ফেলবে।

সাক্ষাতের শেষভাগে তিনি পুনরায় সকল ইতিকাফকারীকে, বিশেষ করে যুবকদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন,
“আমি সত্যিকার অর্থে আপনাদের সকলের জন্য দোয়া করি এবং আশা করি আল্লাহর ইচ্ছায় ও এই মহান ইবাদতের বরকতে আপনাদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যাসমূহ দূর হবে।”

অপরদিকে, কেন্দ্রীয় ইতিকাফ স্টাফের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন তাকিয়াই এই সাক্ষাতে ইতিকাফ আয়োজনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি নববী এই সুন্নতের মাধ্যমে সারাদেশে নৈতিকতা ও আধ্যাত্মিকতার বিস্তার, পাশাপাশি ঈমানের গভীরতা ও আত্মশুদ্ধিতে ইতিকাফের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন এবং এ বিষয়ে আয়াতুল্লাহ মাকারেম শিরাজির মূল্যবান দিকনির্দেশনা ও বক্তব্য থেকে উপকৃত হন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha